কুলাউড়ায় মহিলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন ॥ প্রাণে হত্যার উদ্দেশ্যে আমার উপর পরিকল্পিত হামলা করা হয়েছে

34

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান, মৌলভীবাজার জেলা নারী জোটের আহবায়ক ও কুলাউড়া পৌর জাসদের সভানেত্রী নারী নেত্রী নেহার বেগম তাঁর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া পাবলিক লাইব্রেরীতে এক সাংবাদিক সম্মেলন করেছেন। তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে তার ওপর পরিকল্পিত হামলা করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, নারীর ক্ষমতায়নের এ যুগে নারী নেত্রীকে এভাবে হামলার শিকার হতে হয়, তাহলে গ্রামের সাধারণ নারী সমাজের অবস্থা কি হবে। আমার মতো একজন জনপ্রতিনিধির উপর হামলার ঘটনায় অদ্যাবধি কোন আসামী গ্রেফতার না হওয়ায় আমি ও আমার পরিবার যেমন নিরাপত্তাহীনতায় ভুগছি, তেমনি সাধারণ মানুষও শংকিত। হামলারকারীদের খুঁটির জোর সম্পর্কে স্পষ্ট হতে চায় কুলাউড়াবাসী। কাদের সেল্টারে একজন জনপ্রতিনিধির উপর হামলা করতে পরোয়া করছে না তারা। তিনি পুলিশ প্রশাসনের ভূূমিকার কথা উল্লেখ করে বলেন, কুলাউড়া থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আমাকে উদ্ধার না করলে সন্ত্রাসীরা কিছু সময় পেলে হয়ত আমার কুলখানি পর্যন্ত শেষ হয়ে যেতো। আমি আশা করি পুলিশ যেহেতু আমাকে উদ্ধার করেছে, আমি থানায় লিখিত এজাহারও দিয়েছি, পুলিশ অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে আমার ও আমার পিত্রালয়ের লোকজনের আতংক নিরসন করবে।