সুনামগঞ্জে নারী জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক কর্মশালা

30

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
স্থানীয় সরকার আইন ও বিভিন্ন পরিপত্র সমূহের আলোকে নারী জনপ্রতিনিধিদের ভূমিকা এবং কার্যকর অংশগ্রহণ শীর্ষক কর্মশালা সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৩টায় স্থানীয় শহীদ জগৎ জ্যোতি পাঠাগার মিলনায়তনে নারী উন্নয়ন ফোরাম’র আয়োজনে এবং এনজিও সংস্থা সুইস এজেন্সি ফর ডেভলাপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি) এর অর্থায়নে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অথিতির বক্তব্য দেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব। বিশেষ অথিতির বক্তব্য দেন, কোরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, পলাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলেমান মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার সহ-প্রচার সম্পাদক সাংবাদিক রাজু আহমেদ রমজান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্যা এবং নারী নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।