মেয়েদের এগিয়ে যাওয়ার পিছনে অভিভাবকদের অবদান অনস্বীকার্য – তাহমিনা খাতুন

47

প্রাথমিক অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক তাহমিনা খাতুন বলেছেন, দেশের নারীরা এগিয়ে চলেছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নারীদের অংশগ্রহণ কোন অংশে কম নয়। প্রতিটিক্ষেত্রে মেয়েরা তাদের অবস্থান সুদৃঢ় করছে। শিক্ষক্ষেত্রে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে, এটি সম্ভব হয়েছে সচেতন মায়েদের কারণে। যে দেশের মেয়েরা যত বেশি শিক্ষিত সে দেশ তত বেশি উন্নত হবে। মায়েরা যতবেশি শিক্ষিত ও সচেতন  হবে আগামীদিনের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে তত সহজ হবে। মেয়েদের এগিয়ে যাওয়ার পিছনে অভিভাবকদের অবদান অনস্বীকার্য।
গতকাল মঙ্গলবার বেলা ২টায় কোম্পানীগঞ্জ উপজেলার  মুরারগাঁও বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মা ও অভিভাবক সমাবেশে প্রাথমিক অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক তাহমিনা খাতুন  প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা নারী উন্নযন ফোরামের সভানেত্রী নাসরিন জাহান ফাতেমার সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকন উদ্দিন, জেলা প্রার্থমিক শিক্ষা অফিসার মোঃ হযরত আলী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সিলেটের সহকারী পুলিশ সুপার উত্তর মহিউদ্দিন আহমদ, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন, সহকারী জেলা শিক্ষা অফিসার মোহন লাল দাস, উপজেলা শিক্ষা অফিসার শরদিন্দু দাস, কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক  আঃ আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান। বিজ্ঞপ্তি