আইন শৃংখলা কমিটির উদ্যোগে ॥ দক্ষিণ সুরমায় চুরি-ডাকাতি বৃদ্ধি পওয়ায় প্রতিরোধ সভা

27

Photoদক্ষিণ সুরমা উপজেলায় সম্প্রতি মোল্লারগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও, গোপশহর গ্রামে চুরি-ডাকাতি এবং অন্যান্য সমাজ বিরোধী কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার প্রতিরোধে মোল্লারগাঁও ইউনিয়নে আইন শৃংখলা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৭টায় মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়ার সভাপতিত্বে এবং জেলা আওয়ামিলীগ নেতা হাজী ইসমাইল হোসেন ও  মোল্লারগাঁও ইউপি সচিব মোঃ আব্দুল করিমের যৌথ পরিচালনার এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুরসালিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোসাদ্দেক হোসেন মুসা, জবরুল ইসলাম জগলু (সদস্য- ০৫), হোজায়ফা চৌধুরী সুজা (সদস্য- ০৩), মনজুর আহমদ, রকিব আলী, সাইদুর রহমান, শামীম আহমদ, দারা মিয়া, জিয়াউল ইসলাম টউঈ উদ্যোক্তা মতিউর রহমান খান। অনুষ্ঠিত সভায় এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য মুরব্বী ও জনপ্রতিনিধিরাসহ সর্বস্তরের লোকজন।
বক্তারা গত ২০ নভেম্বর মোল্লারগাঁও গ্রামের রহিম আলী এবং ২৩ নভেম্বর দিবাগত রাতে গোপশহর চিকারাই গ্রামের আমেরিকান প্রবাসী আব্দুর রকীব এর বাড়ীতে ডাকাতি সংঘটিত হওয়ায় জনসাধারণ উদ্বেগ প্রকাশ করেন। ক্ষতিগ্রস্তরা এখন ভয়-ভীতির মাধ্যে রাত্রী যাপন করছেন। সভায় উপস্থিত গোপশহর নিবাসী সমাজ কর্মী লন্ডন প্রবাসী হাজী মইন উদ্দিন কর্তৃক রাত্রী কালীন ওই সব এলাকায় পুলিশী টহল জোরদারের জন্য তার নিজ ভাড়ায় ১টি সিএনজি অটোরিক্সা প্রদানের আশ্বাস দেন। দীর্ঘ আলাপ আলোচনা করার পর আইন শৃংখলা নিয়ন্ত্রণ বাহিনী জন-প্রতিনিধির পাশাপাশি স্থানীয় সচেতন মহলসহ যুব সমাজকে সম্পৃক্ত করে এ বিষয়ে প্রতিরোধ মূলক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং আগামী ২৮ নভেম্বর সন্ধ্যা ৭ টায় এ বিষয়ে হামিদা খাতুন কিন্ডার গার্ডেনে এক সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি