সিলেট সিটি কাউন্সিলরদের সাথে কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময়

55

City Pic- 24.11.14-003সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন সিটি কাউন্সিলররা। গতকাল সোমবার সিটি কর্পোরেশনের হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্যানেল মেয়র ও কাউন্সিলর এডভোকেট রোকশানা বেগম শাহনাজ। সভায় সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে হয়রানির প্রতিবাদে কাউন্সিলরদের পক্ষকালব্যাপী কর্মসূচী সফল করতে কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা কামনা করেন। সভায় কাউন্সিলররা বলেন, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকান্ডে মেয়র আরিফুল হক চৌধুরী কোন ভাবেই জড়িত থাকতে পারেন না। ঘটনার প্রায় একযুগে লোকমূখে অনেকের নাম উচ্চারিত হলেও কখনো আরিফুল হকের নাম শোনা যায়নি। তিনি জড়িত থাকতে পারেন এমন কল্পনাও কেউ করেন নি। সিলেট সিটি কর্পোরেশনের সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রমে যাদের গাত্রদাহ সৃষ্টি হয়েছে, যারা সিলেট নগরীকে ভূতুড়ে দেখতে চায়, সমস্যা ও সংকট সৃষ্টি করে নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতে চায়, সেই বিদ্বেষী মহলই পরশ্রীকাতার হয়ে নোংরা খেলা খেলতে গিয়ে মেয়র আরিফকে হয়রানি করছে।
কাউন্সিলর রেজওয়ান আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামী, সৈয়দ মিসবাহ উদ্দিন, দিনার খান হাসু, সিকন্দর আলী, আব্দুল জলিল নজরুল, মো: রাজিক মিয়া, এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, আব্দুল মুহিত জাবেদ, সৈয়দ তৌফিকুল হাদী, মোহাম্মদ ছয়ফুল আমিন বাকের, মো: আব্দুর রকিব তুহিন, সোহেল আহমদ রিপন, সালেহা কবীর শেপী, আমেনা বেগম রুমি, দিবা রাণী দে বাবলী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: সুধাময় মজুমদার, লাইন্সেন কর্মকর্তা চন্দ্র দাশ, চীপ এসেসর মো: রমিজ মিয়া, কর্মচারীর সংসদের সভাপতি আফতাব আলী, সাধারণ সম্পাদক আখতার হোসেন সিদ্দীকি বাবলু ও সহ সাধারণ সম্পাদক কবির আহমদ চৌধুরী। এছাড়া সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারী সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে কাউন্সিলদের পক্ষকালব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৫.১১.২০১৪) সিটি কর্পোরেশনের কাউন্সিলদের উদ্যোগে দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। বিজ্ঞপ্তি