লায়ন্স ক্লাব অব সিলেট কুশিয়ারার এ্যাওয়ার্ড প্রদান ॥ আর্তমানবতার সেবায় দৃষ্টান্তমূলক অবদান রাখছে লায়নরা

33

দেশের আর্তমানবতার সেবায় দৃষ্টান্তমূলক অবদান রাখছে লায়নরা। অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে সর্বাত্মক চেষ্টা চালায় তারা। তাদের অবদানের ফলে দেশ ও সমাজ উন্নতির পথে এগিয়ে চলে। লায়ন্সদের মতো অসহায় মানুষের কল্যাণ করলে দেশ একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়াবে। লায়ন্স ক্লাব অব সিলেট কুশিয়ারার উদ্যোগে স্পেশাল মিটিং এন্ড এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
গত শনিবার নগরীর একটি রেষ্টুরেন্টে এ স্পেশাল মিটিং এন্ড এ্যাওয়ার্ড মিটিং অনুষ্ঠিত হয়।
ক্লাব প্রেসিডেন্ট যীশু দেবের সভাপতিত্বে ও লায়ন মঞ্জুর আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা গভর্ণর জেলা ৩১৫ বি,১ এর লায়ন সফিউল আজম ভূঁইয়া।  সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লায়ন হারুন আল রশীদ দীপু এমজেএফ ও ধন্যবাদ প্রস্তাব পাঠ করেন লায়ন গৌতম লাল দত্ত।
এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ক্লাবের কেবিনেট সেক্রেটারী লায়ন নুরের রহমান, গভর্ণর প্রটোকল লায়ন আবুল কাসেম, জয়েন্ট কেবিনেট ট্রেজারার লায়ন এমরান আহমদ, লায়ন সামছুল আলম খান, লায়ন ওয়াহিদুজ্জামান ভুট্টো, লায়ন রুহুল আমিন চৌধুরী, লায়ন এশেম নন্দ লাল, লায়ন এম এ মুনিম এম,জেএফ, লায়ন আনোয়ার রশীদ, লায়ন ফারুক আহমেদ এম,জেএফ, লায়ন মুজিবুর রহমান মুজিব, লায়ন মঞ্জুর আহমদ চৌধুরী, লায়ন গৌতম লাল দত্ত,  শমসের জামাল প্রমুখ। বিজ্ঞপ্তি