পরিবেশ ও জাতীয় সম্পাদ রক্ষার দাবিতে দোয়ারাবাজারের টেংরাটিলায় মানববন্ধন

36

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলায় পরিবেশ ও জাতীয় সম্পদ রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিন করেছে গ্যাসফিল্ডের নিকটবর্তী এলাকাবাসীর উদ্যোগে ও টেংরাটিলা দাবী আদায় সংগ্রাম পরিষদ। শনিবার সকালে মানববন্ধন কর্মসূচিতে সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ‘টেংরাটিলায় ব্লু আউট বন্ধ করতে না পারলে অচিরেই ভূ গর্ভে বিলীন হয়ে যেতে পারে ওই গ্যাস ক্ষেত্রটি। জ্বালানী ও খনিজ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি সরজমিনে তদন্ত পূর্বক জাতীয় সম্পদ ও জনজীবন রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। অব্যাহত ব্লু আউটের ফলে বর্তমানে হুমকির মুখে রয়েছে টেংরাবাজার ও দুটি বিদ্যালয় পুরো এলাকাবাসী।
মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুরমা ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, আব্দুল মজিদ বীরপ্রতীক, আব্দুল হালিম বীরপ্রতিক, টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমদ, আবাদি কৃষক আব্দুল আওয়াল, ইউপি সদস্যা শাহেদা আক্তার, কাজী মনিরুজ্জামান কাজল, আব্দুল মতিন, আবুল কাশেম, কলিম উদ্দিন ভূঁইয়া, টেংরাটিলা দাবী আদায় সংগ্রাম পরিষদের আহবায়ক আজিম উদ্দিন মাস্টার, যুগ্ম আহবায়ক বজলুল মামুন, জাফর আহমদ রাহাত, নুরুল আমিন, তাজুল ইসলাম প্রমুখ। এ সময় অবিলম্বে টেংরাটিলায় পরিবেশ ও জাতীয় সম্পদ রক্ষাসহ গ্যাসফিল্ড সচলের প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের ডাক দেয়ার ঘোষণা দেন বক্তারা।