ছাতক যুব সংস্থা ইউকের উদ্যোগে সাড়ে ৮ হাজার রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান

62

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতক উপজেলার ১৩টি ইউনিয়নের গরীব অসহায় রোগীদের ফ্রি চক্ষু শিবির সম্পন্ন হয়েছে। ’দাও আলো দাও তারে, যার চোখের আলো আছে আঁধারে’ এ শ্লোগান নিয়ে ছাতক যুব সংস্থা ইউকের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক আবদুল কাদিরের নেতৃত্বে ৫সদস্য বিশিষ্ট টিম চলতি মাসের প্রথমে দেশে আসেন। তাদের সাথে আসা অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আসাব আলী ও সুলতান আলী পীর, অর্থ সম্পাদক নানু মিয়া ও প্রতিনিধি মুফতি লুৎফুর রহমান। এ উন্নয়নের অংশ হিসেবে ছাতক উপজেলার ১৩টি ইউনিয়নের অসহায়দের চক্ষুসেবা কর্মসূচি গ্রহণ করা হয়। গত ৬ নভেম্বর উপজেলার গোবিন্দগঞ্জ সায়মা কমিউনিটি সেন্টারে ইউনিয়নের অসহায় গরীবদের তারা ফ্রি ক্যাটার‌্যাকট অপারেশন ও চক্ষু পক্ষ ২০১৪ইং স্থাপন করে ৮শ’ ২৪জন রোগীকে চিকিৎসা দেয়া শুরু করেন। ৮ নভেম্বর উত্তর খুরমা ইউনিয়ন কমপ্লেক্সে ১শ’জনকে চশমা ও ২৫ জনকে অপারেশনসহ ৪শ’ ৭৯জনকে ফ্রি চিকিৎসা দেয়া হয়েছে। ৯ নভেম্বর দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরজ্ঞাতি হাই স্কুলে ১শ’ ১১জনকে চশমা ও ২৭ জনকে অপারেশনসহ ৬শ’ ৬০জন, ১০ নভেম্বর কালারুকা ইউনিয়নের হাফিজ আবদুল গনি হাই স্কুলে ১২৮ জনকে চশমা ও ৩৪ জনকে অপারেশনসহ ৬শ’ ৯০জন, ১১ নভেম্বর ছাতক সদর ইউনিয়নের এসইএসডিপি হাইস্কুলে ৩১ জনকে অপারেশন ও ৫১ জনকে চশমাসহ ৭শ’ ২০জন, ১২ নভেম্বর নোয়ারাই ইউনিয়নের ছাতক সিমেন্ট ফ্যাক্টরী হাসপাতালে ৩২ জনকে অপারেশন ও ৮২ জনকে চশমাসহ ৭শ’ ৯০জন, ১৩ নভেম্বর চরমহল্লা ইউনিয়নের স্থানীয় ইউনিয়ন কমপ্লেক্সে ৮৪ জনকে চশমা ও ৩০ জনকে অপারেশনসহ ৭২০জন, ১৫নভেম্বর ইসলামপুর ইউনিয়নের রহমতপুর প্রাথমিক বিদ্যালয়ে ৮২জনকে চশমা ও ২৭জনকে অপারেশনসহ ৪শ’৪৬জন, ১৬নভেম্বর জাউয়া বাজার ইউনিয়নের দেবেরগাঁও আল মুনির জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় ৩৯জনকে অপারেশন ও ৬১জনকে চশমাসহ ৩শ’১৭জন, ১৭নভেম্বর সিংচাপইড় ইউনিয়নের খাশগাঁও প্রাথমিক বিদ্যালয়ে ৪৫জনকে অপারেশন ও ১শ’জনকে চশমা প্রদানসহ ৭শ’১০জন, ১৮নভেম্বর ভাতগাঁও ইউনিয়নের মন্ডলপুর হাজী জামাল উদ্দিন হাইস্কুলে ৮১জনকে চশমা ও ৪১জনকে অপারেশনসহ ৬শ’১৫জন, ১৯নভেম্বর দোলার বাজার ইউনিয়নের স্থানীয় ইউনিয়ন কমপ্লেক্সে ৪১জনকে অপারেশন ও ১শ’৩জনকে চশমাসহ ১১শ’জন, সর্বশেষ ২০নভেম্বর ছৈলা আফজলাবাদ ইউনিয়নের স্থানীয় বাংলাবাজার ইউনিয়ন কমপ্লেক্সে ৮৪জনকে অপারেশন ও ৩০জনকে চশমা প্রদানসহ ৫শ’৬০জনকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। ছাতক যুব সংস্থা ইউকের উদ্যোগে এবং স্থানীয় ভার্ডের সার্বিক সহযোগিতায় উপজেলার ১৫টি ইউনিয়নের ৪শ’৮৭জনকে অপারেশন ও ১হাজার ১শ’ ১৫জনকে চশমা প্রদানসহ মোট ৮হাজার ৬শ’ ৩৫জন রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান করা হয়েছে। এসব চক্ষুসেবা পূর্বে অনুষ্ঠিত উদ্বোধনী বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাদত লাহিন প্রমুখ। এছাড়া বিভিন্ন ফ্রি চক্ষু শিবিরে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বরত ছিলেন, আবদুল আমিন, সোহেল মিয়া, আবিদুর রহমান, মিজানুর রহমান রাসেল, মুসলিম উদ্দিন, জাহেদ হোসেন, ছালিক মিয়া ও ফয়ছল আহমদ।