ঢাকায় অপহৃত শিশু রাকিবুল গোয়াইনঘাট থেকে উদ্ধার

54

gowainghat photo-21-11-2014গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
ঢাকার খিলগাঁও থেকে অপহৃত সাড়ে ৩ বছরের শিশু রাকিবুল হাসানকে গোয়াইনঘাট থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণের ৩দিন পর গতকাল শুক্রবার সন্ধ্যায় গোয়াইনঘাটের মামার বাজার থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় জনতার সহযোগিতায় অপহৃত’র চাচা এবং ফুফাতো ভাই রাকিবুলকে উদ্ধার করলেও অপহরণকারীরা পালিয়ে যায়। জানা যায় ১৯ নভেম্বর বুধবার সকালে ঢাকার খিলগাঁও এর তিলপাপাড়া এলাকায় শিশুটিকে তার বাসার সামনে  থেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর অনেক খোঁজখবর করেও রাকিবুলকে না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে খিলগাও থানায় প্রথমে একটি সাধারণ ডায়েরী নং-৮৭৭ ও পরবর্তীতে সোহেল নামের এক রাজমিস্ত্রির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামী করে একটি অপহরণ মামলা নং-২৬(১১)১৪ দায়ের করা হয়। অপহৃত রাকিবুলের ফুফাতোভাই কামাল হোসেন জানান তিলপাপাড়া এলাকায় আমাদের বাসার কাছেই একটি ভবনের নির্মাণ কাজ চলছিলো সেখানে কর্মরত সোহেল নামের এক রাজমিস্ত্রি বুধবার সকালে আমার ভাইকে অপহরণ করে নিয়ে আসে। এরপর অপহরণকারী সোহেল নির্মাণাধীন ঐ ভবনের দারোয়ানের মোবাইলে  ফোন করে রাকিবুলকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে ২লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে তার কথামত রাকিবুলের পরিবার মুক্তিপণের টাকা দিতে সম্মত হলে সে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধের জন্য একটি মোবাইল নাম্বার দেয়। সেই বিকাশ একাউন্টের মোবাইল নাম্বারের সূত্র ধরে রাকিবুলকে মামার বাজার থেকে উদ্ধার করা হয়েছে।