পীর ফজলুর রহমান মিছবাহ এমপি ॥ মাদক ছেড়ে খেলাধূলায় সম্পৃক্ত হতে হবে

152

বিশ্বম্ভরপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় রবি’র অর্থায়নে পলাশ ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে পলাশ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে পুরস্কার বিতরণকালে সুনামগঞ্জ-৪ আসনের সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর এলাকার সংসদ সদস্য এড পীর ফজলুর রহমান মিছবা বলেন মাদক ছেড়ে তরুণ ও যুব সমাজকে খেলাধূলায় সম্পৃক্ত হতে হবে। মাদকের ছোবলে মাদকাসক্ত তরুণ ও যুব সমাজ এখন দিশেহারা। রবি’র বিশ্বম্ভরপুর প্রতিনিধি সুহেল আহমদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ খেলায় উপজেলার মোট ৩২টি দল অংশগ্রহণ করে। প্রায় ৩/৪ হাজার দর্শকের উপস্থিতিতে সর্বশেষ এ চূড়ান্ত ম্যাচে অংশ নেয় এড মামুনুর রশিদ কয়েছ’র তত্ত্বাবধানে পরিচালিত ধনপুর ইউনিয়নের নবজাগরণ স্পোর্টিং ক্লাব ও সলুকাবাদ ইউনিয়নের শাপলা ক্রীড়া চক্র। খেলায় প্রথমার্ধে এক এক গোলে সমতা থাকার পর দ্বিতীয়ার্ধে উভয় দলে গোল খড়া দেখা দেয়ায়, পরে ট্রাইবেকারে ১-৩ গোলের ব্যবধানে ধনপুর ইউনিয়নের নবজাগরণ স্পোর্টিং ক্লাব জয় লাভ করে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আযশা আক্তার, পলাশ ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান শামছুজ্জামান, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান তানজিনা মেহজাবীন, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কালাম, রবি’র প্রতিনিধি সুহেল।