শাবি ক্যাম্পাসে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ

29

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্র“পের রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ২০ জন আহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাবিপ্রবি শাখা ছাত্রশিবির। সাথে সাথে এ সকল ঘৃন্য কর্মকান্ড রুখে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় শাবিপ্রবি শিবিরের সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারী আহমদ মানসুর এক যৌথ বিবৃতিতে বলেন, ‘নিয়মিত ক্লাস, টার্মটেস্ট ও সেমিস্টার পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুন্দরভাবে চলার পাশাপাশি ভর্তি পরীক্ষার পর নতুন শিক্ষার্থীদের ভর্তি করানোর প্রস্তুতিতে আরও একটি সফল বছরের স্বপ্নের শুরুতে একটি অনাকাক্সিক্ষত ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ হওয়ায় আমরা সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিয়ে শঙ্কিত। প্রশাসনের উদাসিনতা ও পক্ষপাতিত্বের কারণে গত এক বছরে চার বার বিভিন্ন কারনে ক্যাম্পাস বন্ধসহ বেশ কয়েকবার বিশৃংঙ্খলা সৃষ্টি হলেও ক্যম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়ে আমরা উদ্বিগ্ন। সাধারণ শিক্ষার্থীরা তাদের জীবনের নিরাপত্তা চায় যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন বার বার ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। শাবিপ্রবিসহ দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আর কোন মায়ের খালি বুক দেখতে চাই না।’ বিজ্ঞপ্তি