তাহিরপুর সীমান্তে আটক ৫ বাংলাদেশী কয়লা শ্রমিককে ফেরত দিয়েছে বিএসএফ

39

bsf_banglanews24_384219490আল-হেলাল, সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্ত থেকে আটক ৫ বাংলাদেশী কয়লা শ্রমিককে ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মামলা দিয়ে সবাইকে জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হল-উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট গ্রামের হাদিস মিয়ার ছেলে শহিদ মিয়া (২৩), আমিনুল ইসলাম (২০), রিয়াজ উদ্দিনের ছেলে লিটন মিয়া (১৮), আব্দুর রশিদের ছেলে দিন ইসলাম (১৬), আব্দুর রহিমের ছেলে শহিদ উল¬া (১৯)। পুলিশ ও স্থানীয়রা জানায়,প্রতিদিনের মতো গত বুধবার বিকেলে চাঁরাগাঁও সীমান্তের ১১৯৬ পিলার এলাকা দিয়ে লালঘাট গ্রামের মঞ্জিল মিয়া, জয়নাল মিয়া, ঝানু মিয়া, আব্দুল হাইর নেতৃত্বে প্রায় ২০/২৫ জন শ্রমিক চোরাইপথে ভারত থেকে কয়লা পাচারের সময় বিএসএফ ধাওয়া করে ৫ শ্রমিককে ধরে নিয়ে যায়। আর অন্যান্য শ্রমিকরা পালিয়ে আসতে সক্ষম হয়। পরে রাত ৮টায় বড়ছড়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে টেকেরঘাট কোম্পানী কমান্ডারের নিকট আটক ৫ শ্রমিককে ফেরত দেয় বিএসএফ। এর আগে গত মঙ্গলবার একই সীমান্তের বাঁশতলা এলাকা দিয়ে কয়লা পাচার করার সময় চোরাই কয়লার গুহায় চাপা পড়ে চারাগাঁয়ের মনা মিয়া (২৮) নামের এক শ্রমিক গুরুতর আহত হয়। বিজিবি ক্যাম্পের, সোর্সদের প্রত্যক্ষ মদদে ওই সীমান্তে চোরাচালান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। টেকেরঘাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুর রউফ জানান, আটককৃত ৫ শ্রমিককে রাতে ফেরত দেওয়ার পর বৃহস্পতিবার সকালে সবার বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করলে পুলিশ তাদেরকে জেলহাজতে পাঠিয়েছে।
উল্লে¬খ্য, সুুনামগঞ্জ ৮ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারের কড়া নজরদারির কারণে ক্ষণিকের জন্য চোরাচালান বন্ধ হলেও স্থানীয় চারাগাঁও বিজিবি ক্যাম্পের প্রত্যক্ষ মদদে গত সপ্তাহখানেক যাবৎ চারাগাঁও সীমান্তে চোরাচালানীরা আবারও সক্রিয় হয়েছে উঠেছে।