পুণ্যভূমি সিলেটকে অপরাধমুক্ত রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে ——– উপ-পুলিশ কমিশনার

46

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জিদান আল মুসা বলেছেন, জনগণ সহযোগিতা করলে পুলিশ অপরাধ দমনে কাজ করতে পারে। অপরাধীরা যতোই ভয়ঙ্কর হোক না কেন, সমাজের মানুষ এগিয়ে আসলে তারা ভয় পাবে। তিনি অপরাধ দমনে সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতা করার আহবান জানান। বিশেষ করে পুণ্যভূমি সিলেটকে অপরাধমুক্ত রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মোগলাবাজার থানার জালালপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এলাকার আইন-শৃংখলার বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং এসআই আবুল কাশেম, এসআই আজহারুল ইসলাম ও এ এসআই দুলালের যৌথ উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোগলাবাজার থানার সহকারী পুলিশ কমিশনার অপূর্ব সাহা। মতবিনিময় সভায় জালালপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কমিউনিটি পুলিশের সভাপতি, সম্পাদক, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ সুধীজন বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি