কিবরিয়া হত্যা মামলায় চার্জশীট থেকে মেয়র আরিফুল হক চৌধুরীর নাম বাদ দেওয়ার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু

60

s--18-11-14--02সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশীটে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে অন্তর্ভূক্ত করার প্রতিবাদে সিটি কাউন্সিলরদের ঘোষিত গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
শুরু হওয়া গণস্বাক্ষর কর্মসূচিতে সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণস্বাক্ষর কর্মসূচিতে সিলেটের সর্বস্তরের জনগণ অংশ নেন।
প্রথম দিনেই বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মাত্র ২ ঘন্টায় পাঁচ সহস্রাধিক ব্যক্তি বইতে স্বাক্ষর করেন। কাউন্সিলররা জানান, প্রথম দিনে ১০টি বইতে শহীদ মিনার এলাকায় গণস্বাক্ষর কর্মসূচী চললেও পরবর্তীতে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এই কার্যক্রম চলবে। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টায় মানববন্ধন অনুষ্ঠানের কথাও জানান কাউন্সিলরা।
১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিক মিয়া, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ চৌধুরী, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিকন্দর আলী, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলওয়ার হোসেন সজিব, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিরর দিনার খান হাসু, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল আহমদ রিপন, ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো: আব্দুল জলিল নজরুল, সংরক্ষিত ১ আসনের কাউন্সিলর কোহিনুর ইয়াসমিন ঝর্ণা, সংরক্ষিত ৩ আসনের কাউন্সিলর রেবেকা বেগম, সংরক্ষিত ৪ আসনের কাউন্সিলর আমেনা বেগম রুমি, সংরক্ষিত ৫ আসনের কাউন্সিলর দিবা রাণী দে, সংরক্ষিত ৮ আসনের কাউন্সিলর সালেহা কবীর শেপী, সংরক্ষিত ৯ আসনের কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজ।
প্রসঙ্গত, সিলেটের জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরীর নাম সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকান্ডের সম্পূরক চার্জশিট থেকে বাদ দেওয়ার দাবিতে পক্ষকালব্যাপী কর্মসূচী ঘোষণা করেন সিটি কাউন্সিলরবৃন্দ।
কর্মসূচীর মধ্যে আরো রয়েছে ২০ নভেম্বর বেলা ১২টায় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন, ২৩ নভেম্বর বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত কাউন্সিলরদের উদ্যোগে সিটি কর্পোরেশনে কর্মবিরতি, ২৫ নভেম্বর সন্ধ্যা ৬টায় নগরভবন থেকে আলোর মিছিলসহকারে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ, ২৭ নভেম্বর সিটি কর্পোরেশন হলরুমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়, ৩০ নভেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান, ২ ডিসেম্বর সিটি পয়েন্টে গণসমাবেশ এবং পরবর্তী কর্মসূচী ঘোষণা। বিজ্ঞপ্তি