এসএসসি-সমমান পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি

37

কাজিরবাজার ডেস্ক :
মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষা-২০১৫’র সময়সূচি অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছরের ২ ফেব্র“য়ারি থেকে এই পরীক্ষা শুরু হবে।
শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার খসড়া সময়সূচি অনুমোদন করে ওয়েবসাইটে তা প্রকাশ করেছে।
সময়সূচি অনুযায়ী, ২ ফেব্র“য়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগামী ১১ মার্চ সঙ্গীতের ব্যবহারিক পরীক্ষা এবং ১২ থেকে ১৬ মার্চের মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে।
মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্র“য়ারি শুরু হয়ে শেষ হবে ১১ মার্চ। ১৫ থেকে ১৯ মার্চের মধ্যে সকল ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।
এবারও সকালের পরীক্ষা ১০ থেকে ১টা এবং বিকালের পরীক্ষা ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
গত ২৮ অক্টোবর খসড়া সময়সূচি প্রকাশ করে মতামতের জন্য ওয়েবসাইটে দেওয়া হয়।
প্রশ্ন ফাঁস রোধে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পাবলিক পরীক্ষার মধ্যে বিরতি না রেখে সূচি করার কথা জানিয়েছিলেন। এর প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। চূড়ান্ত সূচিতে দুই পরীক্ষার মাঝে বিরতি রাখা হয়েছে।