শাবি’র চার ছাত্রলীগ কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

36

স্টাফ রিপোর্টার :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চারজন নেতাকর্মীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন জানান, গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার অভিযোগে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। একই দিন ঘটনা তদন্তে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক জাকির হোসেনকে প্রধান করে এক সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল।
তিনি আরোও বলেন, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ফুড কোর্টের সামনে সংগঠিত ঘটনার জন্য গত ২১/১০/২০১৪ তারিখে এক অফিস আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কৃত চার জন ছাত্র- পরিসংখ্যান বিভগের মো. মেহেদী হাসান, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের আরিফুল হক সনি, সমাজ বিজ্ঞান বিভাগের মো. নজরুল ইসলাম ও একই বিভাগের মো. খলিলুল রহমান এর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।