ওসমানীনগরে কুইজ প্রশ্নে আটককৃতদের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের

34

ওসমানীনগর থেকে সংবাদদাতা:
ওসমানীনগরে কুইজ প্রতিযোগিতায় আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। ওসমানীনগর থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে ১৩জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন বৃহস্পতিবার রাতে। গতকাল শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত গত বৃহস্পতিবারে ‘হেফাজতে ইলামের উপর গণহত্যা কোথায়, কত তারিখে হয়েছিল?’ এমন প্রশ্নের প্রতিযোগিতা আহ্বান করে। ওসমানীনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিভিন্ন স্থান থেকে দশজনকে আটক করে। থানার দয়ামীরে আল-ইখওয়ান ফাউন্ডেশন নামক একটি সংগঠন এর আয়োজন করে সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা। বৃহস্পতিবার দুপুরে কুইজ ফরম বিক্রয় কালে এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কুইজ ফরমসহ  আটক করে সংশ্লিষ্টদের।
ওসমানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আর কেউ এ বিষয়ে জড়িত আছে কি না তদন্তক্রমে ব্যবস্থা নেওয়া হবে।