জনস্বাস্থ্য সুরক্ষা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন

33

ভেজাল খাদ্যপন্য ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সকল কর্মকারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মকান্ডের লক্ষ্যে গঠিত সামাজিক সংগঠন জনস্বাস্থ্য সুরক্ষা ফোরাম সিলেটের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে নগরীর কতমতলীস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজসেবক মুহিবুর রহমানের সভাপতিত্বে ও বিশ্বেশ্বর গৌস্বামী বিশু’র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী ও ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব তৌফিক বক্স লিপন। আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে বিশ্বেশ্বর গৌস্বামী বিশুকে সভাপতি ও মোঃ দিলোয়ার হোসেন রানাকে সাধারণ সম্পাদক এবং ইউসুফ আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট জনস্বাস্থ্য ফোরামের কেন্দ্রীয় কমিটির গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুহিবুর রহমান, সহ-সভাপতি দিপক পাল, সহ-সভাপতি সবুর আহমদ চৌধুরী, শাহীন আহমদ, মল্লিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদ, সহ-সাধারণ সম্পাদক নাহিদ আহমদ, আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল সাহাব, অর্থ সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ, মহিলা সম্পাদিকা নাসিমা চৌধুরী আতিয়া, সহ-মহিলা সম্পাদিকা সনিয়া কর সানি, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, সহ-দপ্তর সম্পাদক শরিফ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আদিল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মির্জা নুরুল ইসলাম বেগ, আইন বিষয়ক সম্পাদক স্বপন দাশ, সমাজ কল্যাণ সম্পাদক মুশফিকুর রহমান, সহ-সমাজ কল্যাণ সম্পাদক হেলাল আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লিপন শাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলী নেওয়াজ সামি, শ্রম বিষয়ক সম্পাদক আজিজুর রহমান আজিজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহীন আহমদ।
কার্যকরী সদস্য আলহাজ্ব তৌফিক বক্স লিপন, সন্তুশ কুমার দাশ, নাজমুল হোসেন রানু, গোলাম মোস্তফা, আহসান হাবিব, লিয়াকত আলী, নয়ন আহমদ, জাহানগীর আলম, হুসনে আরা বেগম, রাজন আহমদ, এম শাহীন আহমদ, সীমা বেগম, সুলতান আহমদ, জালাল আহমদ, দেওয়ান নিজাম খান, মফিজুর রহমান জুবেদ, সুজন আহমদ। বিজ্ঞপ্তি