কামারুজ্জামানের রায় কার্যকরে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে সরকার

34

5252_43210কাজিরবাজার ডেস্ক :
আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, চূড়ান্ত রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের ব্যাপারে আমরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আপিল বিভাগে বহাল রাখা হয়। গতকাল মঙ্গলবার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক রায় কার্যকরা নিয়ে সাংবাদিকদের বলেন, ‘কামারুজ্জামানের রায় বাস্তবায়নের বিষয়ে সরকার এখন সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে।’
সচিবালয়ে নিজ কার্যালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হকের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
কামারুজ্জামানের আইনজীবী মোহাম্মদ শিশির মনির গত রবিবার জানিয়েছেন, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলেই তারা রিভিউ পিটিশন করবেন।