বাসদ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল সমাবেশে বক্তারা ॥ দু:শাসনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলুন

40

Basod Sylhet jela photo 08.11.14 (1)৭ নভেম্বর মহান রুশ বিপ্লবের ৯৭তম বার্ষিকী ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর ৩৪তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বিকাল ৩টায় কোর্ট পয়েন্টে বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি সিলেট জেলার উদ্যোগে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পূর্বে একটি মিছিল শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েবের সভাপতিত্বে এবং সুশান্ত সিনহার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি সিলেট জেলার সদস্য মুখলেছুর রহমান, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার সংগঠক মহীতোষ দেব মলয়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা, শাবিপ্রবি শাখার আহ্বায়ক অনীক ধর প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মহাজোট সরকার তাদের ভাষায় একের পর এক ‘সাফল্য’ ও ‘কৃতিত্ব’ প্রদর্শন করে চলেছেন এবং এই সাফল্যের সার্টিফিকেট তারা বিদেশীদের কাছ থেকে নিয়ে আসতে ব্যস্ত। কিন্তু সরকারের এ উন্নয়নে জনগণের জীবন বিপর্যস্ত। মহাজোট সরকার আবারো আবাসিক গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দ্বি-গুণেরও বেশি, সিদ্ধান্ত নিচ্ছে ডিজেল-কেরোসিন ও বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানোর। ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ গাড়ি ভাড়া-বাড়ি ভাড়া সমস্ত কিছুরই দাম বাড়বে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘটেছে চরম অবনতি। খুন-অপরাধ-অপহরণ, নারী নির্যাতন- ধর্ষণ বাড়ছে ব্যাপক মাত্রায়। আবার এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে ধনী- গরীব বৈষম্য, কিছু মানুষের হাতে কুক্ষিগত হচ্ছে সমস্ত সম্পদ। আর এর বিরুদ্ধে যাতে কোন আন্দোলন গড়ে না উঠে তার জন্যে সম্প্রচার নীতিমালার নামে মিডিয়ার কন্ঠরোধ করা হচ্ছে, বিচারপতিদের আপসারণের ক্ষমতা তুলে দেয়া হয়েছে সংসদের হাতে যা চূড়ান্ত ফ্যাসিবাদের নামান্তর। বক্তারা বলেন, রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের শিক্ষাকে পাথেয় করে আমাদের দেশেও পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী শোষণ লুণ্ঠনের বিরুদ্ধে কার্যকর গণআন্দোলন গড়ে তুলার আহ্বান জানান বক্তারা। বিজ্ঞপ্তি