কানাইঘাটে ভগ্নিপতির মামলায় আলোচিত জামায়াত নেতা আজির উদ্দিন রাডারসহ দুই জন গ্রেফতার

52

N picকানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট থানা পুলিশ প্রতারণা ও টাকা আত্মসাতের একটি মামলায় আলোচিত জামায়াত নেতা উপজেলার কান্দলা গ্রামের মৃত তৈয়মুছ আলীর পুত্র একাধিক মামলার আসামী আজির উদ্দিন রাডার (৪৫) ও তার সহযোগী একই গ্রামের আরসদ আলীর পুত্র আব্বাস উদ্দিন (২৫)কে গ্রেফতার করেছে। গত বুধবার কানাইঘাট থানার এস.আই আতিকুল ইসলাম খন্দকার পৌর শহর থেকে আজির উদ্দিনকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে আপন ভগ্নিপতি বীর মুক্তিযোদ্ধা উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির কান্দলা গ্রামের খায়রুল আলম ও ভাগ্না সুয়েব আহদের কয়েক লক্ষ টাকা আত্মসাৎ ও মারধরের অভিযোগে দায়েরকৃত ভগ্নিপথির একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। এছাড়া উক্ত মামলার এজাহারভুক্ত আসামী আব্বাস উদ্দিনকে গতকাল বৃহস্পতিবার থানার পাশ থেকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের পুলিশি হেফাজতে আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, আজির উদ্দিন রাডারের বিরুদ্ধে এলাকায় দাঙ্গা হাঙ্গামার সাথে লিপ্ত থাকার দায়ে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।