ছিনতাইর প্রস্তুতিকালে ৩ যুবক গ্রেফতার ॥ চাকু উদ্ধার

55

স্টাফ রিপোর্টার :
নগরীর সোবহানীঘাট ও দক্ষিণ সুরমায় ছিনতাইর প্রস্তুতিকালে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- জালালাবাদ থানার নীলগাঁও গ্রামের আব্দুল আজিজের পুত্র ইসলাম হোসেন (২৫), ছাতক থানার গনেশপুর গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র মুন্না মিয়া (১৮) এবং দক্ষিণ সুরমা থানার বরইকান্দি চান্দাই গ্রামের সফিকুল ইসলাম কাদিরের পুত্র সৈয়দ রুবেল আহমদ (২৮)। পুলিশ এ সময় তাদের ইসলাম হোসেন ও মুন্না মিয়ার দেহ তল¬¬াসী করে ২টি চাকু উদ্ধার করেছে। গতকাল বুধবার দুপুরে পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে। পরে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ জানায়, গতকাল বুধবার ভোররাত ৩টার দিকে শাহজালাল ব্রিজের দরিয়াশাহ মাজারের সিঁড়ির উপর একদল যুবক ছিনতাইর প্রস্তুতি নিচ্ছিল। গোপনে এমন সংবাদ পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের সদস্য ইসলাম হোসেন ও মুন্না মিয়াকে গ্রেফতার করে। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার এটিএসআই মোঃ মাজহারুল ইসলাম বাদি হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এদিকে, গতকাল বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে নগরীর সোবহানীঘাট কাঁচাবাজারের কাছে ছিনতাইর প্রস্তুতিকালে সৈয়দ রুবেল আহমদকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।