জেসিপিএসসিতে ‘২৩তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

4

 

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)-এর দুই দিনব্যাপী ‘২৩তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠান রবিবার সকাল ১০টায় জেসিপিএসসি’র কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিপিএসসি’র অধ্যক্ষ লে. কর্ণেল তাহিয়াত জালাল চৌধুরী, পিএসসি।
মাননীয় প্রধান অতিথি জেসিপিএসসি’র কেন্দ্রীয় খেলার মাঠে উপস্থিত হলে বিএনসিসি’র একটি চৌকস ক্যাডেট দল প্রধান অতিথিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। প্রধান অতিথি উদ্বোধনী মঞ্চে আসার পর প্যারেড কমান্ডার ও কলেজ প্রিফেক্ট দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সৈয়দ আহমেদ আলী আবিদ এর নেতৃত্বে সম্মিলিত মার্চপাস্ট দলের সদস্যবৃন্দ মাননীয় প্রধান অতিথিকে সালাম ও অভিবাদন জানান। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী তাহসিন ওমর। খেলার মাঠে সম্প্রীতি ও সহমর্মিতা রক্ষায় দশম শ্রেণির শিক্ষার্থী সামিহা সালসাবিল খান ইকরার নেতৃত্বে ক্রীড়ামোদী সকল শিক্ষার্থী ২৩তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শপথ গ্রহণ করে। ২২তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর শ্রেষ্ঠ ক্রীড়াবিদ ও স্কুল শাখার গেমস প্রিফেক্ট দশম শ্রেণির শিক্ষার্থী হাসিব হাসান প্রধান অতিথির নিকট থেকে মশাল প্রজ্জ্বলিত করে কলেজ শাখার গেমস্ প্রিফেক্ট দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী উম্মে সুলাইম এশার নিকট হস্তান্তর করে, এরপর উম্মে সুলাইম এশা খেলার মাঠ প্রদক্ষিণ শেষে মাঠের নির্ধারিত স্থানে সংরক্ষিত অলিম্পিক মশাল প্রজ্জ্বলন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সুরের মুর্চ্ছনায় জাতীয় পতাকা, এরিয়া পতাকা, কলেজ পতাকা এবং বিভিন্ন হাউসের পতাকা সংশ্লিষ্ট হাউসের প্রিফেক্ট উত্তোলন করে। এরপর মাননীয় প্রধান অতিথি শান্তির প্রতীক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে ‘২৩তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫’র শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্যারেড কমান্ডার ও বিভিন্ন কন্টিনজেন্ট লিডারদের নেতৃত্বে মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। বিএনসিসি কন্টিনজেন্ট, বিএনসিসি লেডি-কন্টিনজেন্ট, স্কাউট, গার্লস-ইন রোভার স্কাউট, পদ্মা হাউস, মেঘনা হাউস, যমুনা হাউস, সুরমা হাউস এবং বাদক দলের সদস্যবৃন্দ নিজ নিজ পতাকা ও প্লে-কার্ড নিয়ে মার্চপাস্টে অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থী আত্মরক্ষামূলক শরীরচর্চা কৌশল কোরিয়ান মার্শাল আর্ট ‘তায়কোয়ান্ডো’ প্রদর্শন করে। প্রায় ২৭০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আবহমান অসাম্প্রদায়িক বাংলা এবং সংগ্রাম থেকে স্বপ্নের স্বাধীনতা’ শিরোনামে মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী ২৩তম আন্তহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৪৬টি ইভেন্টে প্রায় ৪২৪ জন প্রতিযোগী শিক্ষার্থী চ‚ড়ান্ত পর্বে অংশগ্রহণ করছে এবং বিজয়ী শিক্ষার্থীকে মোট ১৭৫টি পুরস্কার প্রদান করা হবে।