স্টাফ রিপোর্টার
নগরীর পশ্চিম কাজলশাহ এলাকা থেকে জুয়া খেলার অভিযোগে ৩ জনকে আটক করেছে গোয়োন্দা পুলিশ। শনিবার বিকেলে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পশ্চিম কাজলশাহ এলাকার ৩৫ সোনার বাংলার বাসিন্দা লাভলু আহমদের ছেলে তানিম আহমদ, বাগবাড়ি এলাকার ৬২ সিটি হাউজিংয়ের বাসিন্দা ফারুক মিয়ার ছেলে পারভেজ আহমদ ও মৌলভীবাজারের সাধুহাটি গ্রামের জনার্দন দেবের ছেলে দুলু চন্দ্র দেব। এসময় ভারতীয় অনলাইন তীর শিলং জুয়া খেলার বিভিন্ন সংখ্যা লেখা কাগজ এবং জুয়া খেলায় ব্যবহৃত ২শ ৭০ টাকা জব্দ করা হয়।