স্টাফ রিপোর্টার
সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীটির ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল টিম শুক্রবার দিবাগত রাত ও শনিবার সকালে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
শনিবার দুপুরে বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, শ্রীপুর, সোনারহাট, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, তামাবিল, নোয়াকোট, কালাসাদেক, কারাইরাগ ও পাথরকোয়ারি বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ডালিম, কমলা, চিনি, ক্রিম, রিং গার্ড, ফেসওয়াশ, সানগøাস, চকলেট, ক্যান্ডি, জিলেট বেøড কম্বল এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করেন। এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করেছে বিজিবি। জব্দকৃত পণ্যের মূল্য ২ কোটি ৭ লাখ ৫০ হাজার ৬২৫ টাকা বলে বিজিবি জানিয়েছে।