স্টাফ রিপোর্টার
ঘন কুয়াশায় ঢেকে আছে সিলেট। গতকাল বৃহস্পতিবার সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিক্রি সেলসিয়াস। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষের জনজীবন। শীতের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
আবহাওয়া বিজ্ঞানের দৃষ্টিকোণ ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলে এটি মৃদু শৈত্যপ্রবাহ। কিন্তু দেশের আর কোথাও শৈত্যপ্রবাহ নেই। শৈত্যপ্রবাহ না থাকলেও ঘন কুয়াশার কারণে সকালে বেশি শীত অনুভ‚ত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জানা গেছে, আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত আবহাওয়া এমন থাকলেও দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ২৮ জানুয়ারি থেকে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোঃ সজিব হোসাইন জানান, সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার তেমন কোন পরিবর্তন আসবে না। ঘন কুয়াশার আগামী ২ দিন থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত শীত বেশি অনুভ‚ত হতে পারে।