স্টাফ রিপোর্টার
আল হামরা শপিং সিটিতে স্বর্ণের দোকান চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিলো বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। অন্যথায় মানববন্ধসহ কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন বাজুস নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর বন্দরবাজারের রংমহল টাওয়ারস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজুস এর পক্ষ থেকে এই আল্টিমেটাম দেয়া হয়।
সংবাদ সম্মেলনে বাজুস নেতৃবৃন্দ জানান, গত ৯ জানুয়ারি নগরীর জিন্দাবাজারস্থ আল হামরার চতুর্থ তলার নুরানি জুয়েলার্স নামক দোকানের (নং-৪৩১, ৪৩৩ ও ৪৩৫) পেছনের দরজার তালা ভেঙে ২৫০ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায় ৭-৮ জনের চোর চক্র। যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে দিয়ে যায় তারা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং সদস্য নীহার কুমার রায় ও সিলেট জেলা শাখার সভাপতি মো. মাহবুবুর রহমান সওদাগর। তারা অভিযোগ করে বলেন, চুরির ঘটনায় মামলা দায়েরের পর দফায় দফায় আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের শুধু বলা হচ্ছে পুলিশের কাজ অনেক দূর এগিছে। চোরদের পুলিশ শনাক্ত করে ফেলেছেন, শীঘ্রই গ্রেফতার করা হবে। কিন্ত এখন পর্যন্ত দৃশ্যত কোন অগ্রগতি নেই। তাই বাধ্য হয়ে চোর চক্রকে ধরতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হলো। এই সময়ের মধ্যে চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। নেতৃবৃন্দ জানান, আমাদের সঙ্গে আল হামরা শপিং সিটির ব্যবসায়ী নেতৃবৃন্দ, সিলেট চেম্বার ও সিলেটের সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ একাত্মতা পোষণ করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাজুস সিলেট জেলা শাখার সহ সভাপতি আব্দুল কাদির মল্লিক, সহ সম্পাদক ইয়াছিন আহমদ ও লক্ষণ ঘোষ, কোষাধ্যক্ষ রতন দে প্রমুখ।