স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৪ বোতল বিদেশী মদ ও ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। শনিবার রাতে অভিযান চালিয়ে মদ-গাঁজাসহ তাকে গ্রেফতার করে র্যাবের একটি আভিযানিক দল। গ্রেফতারকৃতের নাম- মো. নাঈম মিয়া (২৫)। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার নতুনহাটি গ্রামের মো. শাহীনের ছেলে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।