স্টাফ রিপোর্টার
সাড়ম্বরে ৭৫ বছর পূর্তি ও প্রক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠান করতে যাচ্ছে দক্ষিণ সুরমা উপজেলার ঐতিহ্যবাহী জালালপুর উচ্চ বিদ্যালয়। দুই দিনব্যাপী অনুষ্ঠান হবে আগামী বছরের ১৭ ও ১৮ জানুয়ারি। আজ রোববার বছরব্যাপী প্রস্তÍতি কার্যক্রমের উদ্বোধন করা হবে। শনিবার সিলেট মহানগরীর জেল রোডের আনন্দ টাওয়ারস্থ সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জালালপুর উচ্চ বিদ্যালয় ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ আখলাকুল আম্বিয়া জানান, ১৯৫০ সালে জালালপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘ এই ৭৫ বছরে বৃহত্তর জালালপুর এলাকাসহ পার্শবর্তী এলাকার শিক্ষার্থীরা বিদ্যালয়টিতে পড়ালেখা করে দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এলাকার সর্বস্তরের মানুষসহ দক্ষিণ সুরমাবাসীর সার্বিক সহযোগিতায় জালালপুর উচ্চ বিদ্যালয় মহীরুহে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, ২০২৫ সালে এ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্ণ হয়েছে। বিদ্যালয়ের এই গৌরবময় অগ্রযাত্রাকে সামনে রেখে প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী ও ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েেেছ। এ লক্ষ্যে গঠন করা হয়েছে ‘জালালপুর উচ্চ বিদ্যালয় ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটি’। আগামী বছরের ১৭ ও ১৮ জানুয়ারি- দুই দিন অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। এতে দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত হয়ে গৌরবময় স্মৃতিমধুর আয়োজনে অংশগ্রহণ করবেন। এ জন্য আগামীকাল রোববার সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর কনফারেন্স রুমে রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হবে। পরে বছরব্যাপী চলবে বিভিন্ন প্রস্তÍতি-কার্যক্রম। এতে দেশে এবং বিদেশে অবস্থানরত বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষক বৃন্দকে মহামিলনের এই অনুষ্ঠানে পাশে পেতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে ‘জালালপুর উচ্চ বিদ্যালয় ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটি’র অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব ও প্রধান শিক্ষক ধীমান ব্রত পাল, প্রাক্তন ছাত্র হোসেন আহমদ, আব্দুল জব্বার জলিল, শহীদ আহমদ চৌধুরী মাসুম, জুনেদুর রহমান চৌধুরী, কবির আহমদ, এম এ শহীদ পংকি, বদরুল ইসলাম জয়দু, অধ্যাপক মতিউর রহমান, অধ্যক্ষ জিল্লুর রহমান শুয়েব, মুক্তার আহমদ, দিলু মিয়া, তপন পাল, আখতার হোসেন রুকন জাকির হাসান শিকদার, কপিল আহমদ রিংকু, খালেদ আহমদ, মাহফুজুর রহমান, মুজাহিদ আহমদ, মাহবুবুর রহমান, এস এম ফাহিম, ফাহিম রহমান, আজিম আহমদ, এবাদুর রহমান প্রমুখ