কুচাইয়ে দুর্র্ধর্ষ চুরি

5

স্টাফ রিপোর্টার

নগরীর দক্ষিণ সুরমা কুচাই আবাসিক এলাকার পূর্ব পাড়া গ্রামে মৃত সওগুল মিয়ার বাড়িতে এক দুর্র্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মৃত সওগুল মিয়ার ছেলে নজরুল ইসলাম।
নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ২ টার দিকে সংঘবদ্ধ চোর ঘরের পিছনের দিকে ঢুকে আমাদেরকে অচেতন করে রাখে। আমাদের কারও রাতে জ্ঞান ফেরেনি, সকালে ৯টার দিকে আমাদের খালার চিৎকার চেচামেচিতে আমার স্ত্রীর জ্ঞান ফিরে আসে, পরে আমাদেরও অবচেতন ঘোর কেটে গেলে আমরা দেখতে পাই যে, চোররা শোকেস ভেঙে চাবি নিয়ে ঘরে রাখা প্রায় ১৫ভরি স্বর্ণ, নগদ কয়েক লক্ষ টাকা ও ৬টি মোবাইল ফোন নিয়ে গেছে। সরেজমিনে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চুরি হওয়া বসত ঘরের ব্যবহৃত আলমারি, শোকেস ভেঙে কাপড় চোপড়সহ জিনিসপত্র তছনছ করে রাখা রয়েছে। এই ঘটনায় চোরদের চেতনানাশক স্প্রে ব্যবহারের ফলে অসুস্থ হয়ে যাওয়া নজরুল ইসলাম ও তার স্ত্রীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মোগলাবাজার থানার সহকারী কমিশনার মোশাররফ হোসেন ও অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ধর্ষ এই চুরির সাথে জড়িতদের দ্রæত আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার মোশাররফ হোসেন।