গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জের হেতিমগঞ্জ থেকে ইয়াবার চালানসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে আবদুল মুতলিব (৫২) নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবদুল মুতলিব জকিগঞ্জ উপজেলার উত্তরকুল গ্রামের মৃত মেকাই মিয়ার ছেলে। তার কাছ থেকে ২ হাজার ১৮২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আবদুল মুতলিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।