মাধবপুরে মাটি উত্তোলনের দায়ে একজনকে জরিমানা

6

মাধবপুর সংবাদদাতা

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এক জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে উপজেলার পুর্ব মাধবপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানকালে ফসলী জমির মাটি উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী উপজেলার পুর্ব মাধবপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে সাদ্দাম পাঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: মুজিবুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।