স্টাফ রিপোর্টার
উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৬টি পদের বিপরীতে প্রতিদ্ব›িদ্বতা করেন ৬৫ জন আইনজীবী প্রার্থী। এবং নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৮৩০ জন। এর মধ্যে ১৪৬০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদসহ ২৬টি পদে প্রতিদ্ব›িদ্বতাকারী আইনজীবীবৃন্দ হলেন-সভাপতি পদে এ.টি.এম. ফয়েজ উদ্দিন ও সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।
সহ-সভাপতি-১ পদে- জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), জ্যোৎস্না ইসলাম, মোঃ আলী হায়দার ও সৈয়দ ফেরদৌস আহমদ, সহ- সভাপতি-২ পদে- আব্দুস সোয়েব আহমদ, মোহাম্মদ আব্দুল হান্নান, মোহাম্মদ মখলিছুর রহমান ও মোঃ আফরোজ উদ্দিন।
সাধারণ সম্পাদক পদে- গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, জোহরা জেসমিন, দেলোয়ার হোসেন দিলু, মাসুদুর রহমান খান (মুন্না), মুমিনুর রহমান (টিটু), মোঃ আজিম উদ্দীন, মোঃ জোবায়ের বখ্ত জুবের ও মোঃ মসরুর চৌধুরী (শওকত)।
যুগ্ম সম্পাদক-১ পদে- ইকবাল আহমদ, মোঃ অহিদুর রহমান চৌধুরী ও মোঃ তাজ রীহান (জামান)
যুগ্ম সম্পাদক-২ পদে- আমির মোঃ আমিনুর রব চৌধুরী, কানন আলম, মোঃ তানভীর আখতার খান, মোঃ রব নেওয়াজ রানা, মোঃ তাহমিনুল ইসলাম খান ও মোছাঃ সেবা বেগম।
সমাজ বিষয়ক সম্পাদক পদে- মোহাম্মদ মঈনুল ইসলাম ও মোহাম্মদ মিজানুর রহমান।
সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে- দেবব্রত চৌধুরী লিটন ও সৈয়দ রাব্বী হাসান তারেক।
লাইব্রেরি সম্পাদক পদে- সুলেমান আহমদ চৌধুরী ও হেনা বেগম।
প্রধান নির্বাচন কমিশনার পদে- দিলীপ কুমার কর ও মোঃ ছয়ফুল আলম।
সহকারী নির্বাচন কমিশনারের ২টি পদে- আবুল কালাম আজাদ (রিপন), মোহাম্মদ নাজমুল হুদা, মোঃ আব্দুল্লাহ আল হেলাল, মোঃ কাওছার জুবায়ের, মোঃ খোরশেদ আলম খোকন ও মোঃ নাজমুল ইসলাম।
সহ সম্পাদকের ৩টি পদে- এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ, কাওছার আহমদ, শায়েদ আহমদ, হানিফ আহমদ ও মোঃ আশরাফ হোসাইন। এছাড়া সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে- আবু মোঃ আসাদ, আব্দুল মালিক, আশিক উদ্দিন (আশুক), এ.এস.এম. আব্দুল গফুর, এ.কে.এম. ফখরুল ইসলাম, কল্যাণ চৌধুরী, জুবের আহমদ খান, ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, মনজুর আহমদ, মামুন আহমদ শিকদার, মোর্তাজা আহমদ চৌধুরী, মোছাঃ আয়েশা সিদ্দিকা শিপা, মোঃ আলীম উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ ছয়ফুল হোসেন, মোঃ জামিলুল হক জামিল, রমেন্দু সিংহ চৌধুরী ও লুৎফা বেগম চৌধুরী প্রতিদ্ব›িদ্বতা করেছেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ তারেক এবং সহকারী নির্বাচন কমিশনার এম. আবদুল করীম আকবরী ও জামিল আহমদ নির্বাচন পরিচালনা করেন।