জৈন্তাপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে যুব সমাবেশ

5

জৈন্তাপুর প্রতিনিধি

জৈন্তাপুরে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন জৈন্তাপুরের আয়োজনে দরবস্ত ইউনিয়ন পরিষদে যুব সমাবেশ ও যুব উদ্যোক্তাদের পন্য প্রদর্শন অনুষ্ঠিত হয়। বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় দরবস্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আলোচনা সভায় দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ফারজানা আক্তার লাবনী।
যুব সমাবেশে স্থানীয় যুব উদ্যোক্তাদের বিভিন্ন উৎপাদিত পন্যের প্রদর্শনের পাশাপাশি তারুন্যের ভাবনায় নতুন বাংলাদেশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। পরে যুব সমাবেশে সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা শেষে দরবস্ত ইউনিয়নের বিভিন্ন যুব ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দের হাতে খেলার জার্সী ও ক্রীড়া সামগ্রী তুলে দেয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন স্থানীয় প্রবীন শিক্ষক মোহাম্মদ এনায়েত উল্লাহ্, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মহসিন, ইউপি সদস্য মো বশির উদ্দিন, মোদাচ্ছির আহমেদ, মোয়াজ্জেম হোসেন সুমন, মুফজ্জিল আলি গগন, আব্দুর রকিব, মহিলা ইউপি সদস্য প্রতিমা রানী, সানহাজ বেগম, মিনু রানী দেব সহ স্থানীয় যুব উদ্যোক্তাগণ।