স্টাফ রিপোর্টার
সিলেটে পরিত্যক্ত অবস্থায় পাওয়া একটি হ্যান্ড গ্রেনেড নিষ্ক্রিয় করা হয়েছে। মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেলে ৩ টার দিকে গোয়াইনঘাট উপজেলার বাউরবাঘ গ্রামের পিয়াইন নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় পাওয়া হ্যান্ড গ্রেনেড নিষ্ক্রিয় করেন সিলেট মহনগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর পুলিশের বোম্ব ডিস্পোজাল ইউনিটের এএসআই মো. ইকতিয়ার, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, আলী আহমদ হাসানসহ গোয়াইনঘাট থানার পুলিশ সদস্যরা।