আল হামরায় দুঃসাহসিক চুরি আড়াইশ’ ভরি স্বর্ণ লুট

6

স্টাফ রিপোর্টার

নগরীর জিন্দাবাজার আল হামরা শপিং সিটির নুরানী জুয়েলার্সে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা দোকান থেকে প্রায় আড়াইশ’ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন দোকানটির মালিক।
বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে কোনও এক সময় এই চুরির ঘটনা ঘটেছে বলে মার্কেটের ব্যবসায়ীদের ধারণা। শপিং সিটির চতুর্থ তলার নুরানী জুয়েলার্সের শাটারের তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে চলে যান মালিক ও কর্মচারীরা। সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের শাটার বাইরে থেকে তালাবদ্ধ হলেও ভেতরে কোনও স্বর্ণ নেই। চোরেরা স্বর্ণ লুট করে নিয়ে যাওয়ার পাশাপাশি সিসিটিভির ডিভিআরও নিয়ে গেছে। জুয়েলার্সের স্বত্বাধিকারী দেওয়ান জাবেদ চৌধুরী জানান, দোকানে প্রায় আড়াইশ’ ভরি স্বর্ণ ছিল। চোরেরা শাটারের তালা খুলে ভেতরে ঢুকে স্বর্ণ ও সিসিটিভির ডিভিআর নিয়ে যায়। যাওয়ার সময় তারা ফের শাটারে তালা দিয়ে যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রায় আড়াইশ’ ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে দোকান মালিক মৌখিকভাবে অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করছে পুলিশ।