স্টাফ রিপোর্টার
দীর্ঘ এক যুগের বেশী সময় পর সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (র.) এর স্মৃতি বিজড়িত আনজুমানে খেদমতে কুরআন সিলেটের ৩ দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল। ইতোমধ্যে নগরীর এমসি কলেজ মাঠকে মাহফিল সফলের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। মাহফিলে ১০ থেকে ১৫ লাখ লোকের জনসমাগম ঘটতে পারে বলে প্রত্যাশা করেছে আয়োজকবৃন্দ। ঐতিহাসিক মাহফিল সফলে সিলেটবাসীর সাবির্ক সহযোগিতা কামনা করেন তারা।
ঐতিহাসিক মাহফিল সফলের লক্ষ্যে বুধবার বিকেলে এমসি কলেজ মাঠে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তুতির কথা জানিয়েছেন আয়োজকবৃন্দ। আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ একরামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মিফতাহুদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ইবনে সিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, আনজুমানের সহ-সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মুকতাবিস-উন-নূর, তাফসীর বাস্তবায়ন কমিটির আহŸায়ক হাফিজ আব্দুল হাই হারুন, ড. নূরুল ইসলাম বাবুল, সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, উপাধ্যক্ষ মাওলান সৈয়দ ফয়জুল্লাহ বাহার, (৮এরপর দেখুন ২ এর পাতায়)