নবীগঞ্জে এক্সেভেটর ও ট্রাকসহ আটক ৪

6

নবীগঞ্জ সংবাদদাতা

নবীগঞ্জ উপজেলার পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর টহল টিম গভীর রাতে অভিযান পরিচালনা করেছে। পাহাড়ি মাটি খেকোদের পাকরাও করেছে সেনা সদস্যরা। মঙ্গলবার মধ্যরাতে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হারূন অর রশিদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সেনাবাহিনী ২টি মাটি বহনকারী ১০ চাকার ড্রামার ট্রাক, একটি মাটি কাটার এক্সেভেটর(বেকু) ৪ জন মাটি কাটার শ্রমিককে আটক করা হয়। আটককৃতরা হলো ট্রাক চালক মোঃ আঃ হান্নান(৪০) মোঃ আকরামুল আহসান (৩৫) ড্রাম ট্রাক হেলপার, মোঃ আল আমীন(৩৬) ড্রাম ট্রাক এর ড্রাইভার, ট্রাক চালক মোঃ আঃ করিম। বাকিরা সেনাবাহিনীর টহলটিম দেখে পালিয়ে যায়।
জানা যায়, দীর্ঘদিন ধরে দিনারপুর পাহাড়ি এলাকার গ্রাম কুড়াগ্রাম (মিয়াকান্দি) ১৩ নং পানি উমদা (৮এরপর দেখুন ২ এর পাতায়)