সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের আয়োজনে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত, প্রখ্যাত ভ্রমণ লেখক মঈনুস সুলতানকে ঘিরে কেটেছে এক মোহিত দুপুর।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের মিলনায়তনে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাথে বক্তৃতা, প্রশ্নোত্তর, পারস্পরিক ভাববিনিময়ে তৈরি হয় এই সুলতানী আবহ।
‘বিয়ন্ড দ্যা ক্লাসরুম:এক্সপার্ট ইনসাইটস’ শীর্ষক এ অনুষ্ঠানে মঈনুস সুলতানের বক্তব্যের শিরোনাম ছিল, ‘ফ্রম পেইজেস টু পাথস:লিটারেচার’স গাইড টু ট্র্যাভেলিং উইথ কমপেশনস’। ইংরেজি বিভাগের নিয়মিত আয়োজনের (৮এরপর দেখুন ২ এর পাতায়)