স্টাফ রিপোর্টার
নতুন বছরের প্রথম দিনে সিলেটের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই স্বল্প পরিসরে দেওয়া হচ্ছে। এবছর আনুষ্ঠানিকভাবে কোন বই উৎসব না হলেও, বিদ্যালয়গুলোতে স্বল্প পরিসরে আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দেওয়া হয়েছে বই। বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ¡সিত শিক্ষার্থীরা। তাদের আনন্দে খুশি অভিভাবকরাও। তবে সিলেটের দুইটি উপজেলা শিক্ষার্থীরা এখনো পায়নি নতুন বই, দ্রæতই সব বই তুলে দিতে আশাবাদী সংশ্লিষ্টরা।
মঙ্গলবার সকাল থেকে সিলেট বিভাগের বিভিন্ন বিদ্যালয়ে ও মাদ্রাসায় একযোগে বই দেওয়া হয়। নতুন বইয়ের ছোঁয়া পেয়ে আনন্দে মেতেছেন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে নগরীর সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পরিদর্শন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। এসময় শিক্ষার্থীদের মাঝে বই বিতরনে অংশ নেন তিনি।
শিক্ষকরা জানান, গত বছরের মত এবার বই উৎসব অনুষ্ঠিত হচ্ছে না। তবে বিদ্যালয়ের নিজ নিজ শ্রেণির শিক্ষকরা তাদের ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে নিজ দায়িত্বে বই বিতরণ করবেন। সিলেট সরকারি অগ্রগামী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা মঙ্গলবার বই পেলেও ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা কোন বই পায়নি।
শিক্ষার্থীরা জানান, পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই অপেক্ষায় ছিলাম নতুন বইয়ের। নতুন বছরে নতুন বই পেয়ে খুশি তারা। নতুন বই পেয়ে আরো ভালো করে পড়ালেখা করবেন তারা।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, এবছর বই উৎসব হয়নি। শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে কিনা তা পরিদর্শনে এসেছি। যে পরিমাণ বই পেয়েছি তা সব উপজেলায় পাঠানো হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মঙ্গলবার থেকে ক্লাস শুরু হয়েছে।
সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ জানান, কতজন শিক্ষার্থীদের বই দেওয়া হয়েছে তা এখন বলা যাচ্ছে না। সিলেটের দুইটি উপজেলা বাদে সবকটি উপজেলার শিক্ষার্থীদের মঙ্গলবার বই দেওয়া হয়েছে। তবে শিগগিরই সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানান তিনি।