গোয়াইনঘাট সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

2

কে.এম লিমন গোয়াইনঘাট

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১ লা জানুয়ারি) সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির গোয়াইনঘাটের দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৬০/৪-এস হতে আনুমানিক ৫শত গজ বাংলাদেশের অভ্যন্তরে দমদমা নামক স্থান হতে একজন এবং বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৩৬ হতে ৮শত গজ বাংলাদেশের অভ্যন্তরে কলাউরা নামক স্থান থেকে অপরজনসহ দুইজনকে আটক করা হয়। ভারতীয় দুই নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটককৃত দুই ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।