দক্ষিণ সুরমা প্রতিনিধি
বিশিষ্ট কবি ও গবেষক এ কে শেরাম বলেছেন, বাংলা সাহিত্যে একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ারের অবদানকে খাটো করে দেখার কোন সুযোগ নেই। তাঁর রচনাবলির মাধ্যমে বাংলা সাহিত্য অনেক সমৃদ্ধ হয়েছে। তিনি আজীবন মানবতার জয়গান গেয়ে গেছেন, এজন্য তাঁর নামের সাথে ‘গণমানুষের কবি’ শব্দটি অপরিহার্য হয়ে গেছে।
বুধবার (১ জানুয়ারি) সকালে নগরীর ষ্টেশন রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদ আয়োজিত একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ারের ৮৮তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত স্মৃতিচারণমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি গীতিকবি হরিপদ চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি এম আলী হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যকার বাবুল আহমেদ, কবি ধ্রæব গৌতম।
সাবেক সাধারণ সম্পাদক কবি-সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলামের স্বাগত বক্তব্যে মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কবি কামাল আহমদ, কবি মকসুদ আহমদ লাল, আব্দুশ শহীদ দুলাল, কবি রোকসানা বেগম, জোবায়দা বেগম আঁখি ও নাবিদ আহমদ প্রমুখ।