আত্মকর্মসংস্থান মানুষকে আত্মনির্ভরশীল ও মর্যাদাবান করে তোলে – এম আতাউর রহমান পীর

3

আত্মকর্মসংস্থান প্রক্রিয়া মানুষকে আত্মনির্ভরশীল ও মর্যাদাবান করে তোলে। এ প্রক্রিয়ায় সে নিজেই নিজের কর্মের সংস্থান করে এবং পাশাপাশি অন্যের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করে দেয়। আত্মকর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব তাই দেশকে ক্ষুধা, দারিদ্র ও বেকার মুক্ত করতে হলে প্রয়োজন কারিগরী প্রশিক্ষণ।
বুধবার (১ জানুয়ারী) সিলেট শহর সমাজসেবা কার্যালয় কর্তৃক কম্পিউটার ল্যাব এ আয়োজিত গ্রাফিক্স ডিজাইন বিষয়ক ফ্রি সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে সিলেট শহর সমাজসেবা কার্যালয়ের সহ-সভাপতি ও সাবেক রোটারি গর্ভনর পিডিজি এম আতাউর রহমান পীর একথা বলেন।
সিলেট শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোহাম্মদ শাহিনুর আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শহর সমাজসেবা কার্যালয়ের সমন্ধয় পরিষদের প্রচার ও গনসংযোগ বিষয়ক সম্পাদক এম এ নাসির সুজা।