সচিবালয়ের আগে ‘সচিব নিবাসে’ আগুন লেগেছিল

5

কাজির বাজার ডেস্ক

রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের একটি আবাসিক ভবনে বুধবার রাতে আগুন লাগার ঘটনা ঘটে। ভবনটি ‘সচিব নিবাস’ নামে পরিচিত। ওই ভবনে সচিবেরা বসবাস করেন। তবে অগ্নিকাÐে ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মী জীবন মিয়া বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বুধবার রাত ৮টা ৩৫ মিনিটের দিকে ইস্কাটন গার্ডেন রোডের ২০ তলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, যে ভবনে আগুন লেগেছে, সেটি সরকারি ভবন। ওই ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটের রান্নাঘর থেকে আগুন লেগেছিল।
এদিকে এ ভবনে আগুন লাগার পাঁচ ঘণ্টা পর সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। গতকাল দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ২ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ করলেও পরে ১৯টি করা হয়। ছয় ঘণ্টা পর আজ সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুন নেভানোর সময় মারা গেছেন ফায়ার সার্ভিসের একজন কর্মী।