কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে ২ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে কুলাউড়া শহরের বেঙ্গল ও বনফুলকে আর্থিক জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভ‚মি) শাহ জহুরুল হোসেন। অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর ও কুলাউড়া থানা পুলিশ। সহকারী কমিশনার (ভ‚মি) শাহ জহুরুল হোসেন জানান, নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ২ দোকানকে ৬ হাজার জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়।