পিন্টু দেবনাথ, কমলগঞ্জ
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইফতেখার হোসেন, উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা. মাহবুবর রহমান ভ‚ঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার, আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন, বিএনপি নেতা দুরুদ আহমদ, সফিকুর রহমান, হেফাজত নেতা মাও: জুনাইদ আহমদ, প্রেসক্লাব আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, লেখক আহমদ সিরাজ, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর লাল সাহা, আদিবাসী নেতা এলিসন সুঙ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভ‚ইয়া রাজন রেজা, রাজ মোস্তাকিম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা কমলগঞ্জের নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয় নিয়ে আলোকপাত করেন। জেলা প্রশাসক সকল কথা ধৈর্য সহকারে শুনেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, বৈষম্য ও দূর্নীতি দুর করার লক্ষ্যে ৫ আগস্ট তৈরি হয়েছে। তাই যার যার অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। প্রতিটি কাজে জবাবদিহিতা করতে হবে, গুজবে কান দিবেন না। তিনি বলেন, মাদকের প্রতি সোচ্চার হতে হবে। মাদক শুধু যে সেবন করবে তাকে নয় পুরো পরিবারকে ধ্বংস করে দেও।
তিনি কমলগঞ্জ উপজেলা সকল সমস্যা দূর করার জন্য সকল দপ্তরের প্রধানদের আহবান জানান।