চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক লাখ ২৯ হাজার

0

কাজির বাজার ডেস্ক

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬১। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪১ জন। চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৯ জন। শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১২, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন রয়েছেন। এ ছাড়া, ঢাকা উত্তর সিটিতে ৩৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৫, খুলনা বিভাগে ১১, ময়মনসিংহে ৫ ও রাজশাহীতে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছে।
২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ লাখ ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ৫৬১ জন ডেঙ্গুরোগী মৃত্যুবরণ করেছে।