জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুর উপজেলায় শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে বালু জব্দ সহ জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ফারজানা আক্তার লাবনী। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন পরবর্তী ট্রাকে লোডিং দৃষ্টিগোচর হলে দুই ট্রাক বালু জব্দ করা হয়। পরে ট্রাকের ড্রাইভারকে ঘটনাস্থলে পাওয়া গেলে অর্থদÐ প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র দায়িত্বরত শ্রীপুর বিওপির বিজিবি দল, জৈন্তাপুর মডেল থানা পুলিশ অভিযানে অংশগ্রহণ করেন।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ফারজানা আক্তার লাবনী বলেন, বালু পরিবহনের ঘটনায় দুই ট্রাক বালু জব্দ সহ সড়ক পরিবহন আইনে (২০১৮)এ মামলা দায়ের করা হয়েছে। তিনি প্রশাসনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে নিশ্চিত করেছেন।