সাড়ে ৩৮ লাখ টাকার গরু-মাদক ও ঔষধসহ চোরাই পণ্য জব্দ

4

স্টাফ রিপোর্টার

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গত ৩ দিনের অভিযানে মাদকদ্রব্য ও ঔষুধ সামগ্রীসহ ৩৮ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত তিন দিনে এসব অভিযান চালানো হয়। শনিবার দুপুরে বিজিবি ১৯ ব্যাটালিয়ন গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট, লোভাছড়া ও সোনারখেওর বিওপি’র পৃথক আভিযানিক দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার ৬৩ হাজার ৩১৫ পিস ঔষুধ, ৩ হাজার ৬৫০ কেজি চিনি, ভারতীয় জুতা ২৯ জোড়া, ভারতীয় থ্রি-পিস ১০টি জব্দ করে। জব্দকৃত চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৮৪ হাজার ৪৫০ টাকা।
এছাড়া বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে জৈন্তাপুর, লালাখাল, সুরাইঘাট, ডোনা, লোভাছড়া ও সোনারখেওর বিওপি’র পৃথক আভিযানিক দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩১২ কেজি ভারতীয় চা পাতা, ২ হাজার ১০০ কেজি চিনি, ২৯ হাজার পিস সুপারি, ২১৯ বোতল ভারতীয় মদ, ৭০ কেজি ভারতীয় পোস্তদানা এবং ভারতীয় ৪টি গরু জব্দ করে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৬১ হাজার ৫০০ টাকা। তিনদিনের পৃথক অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ৪৫ হাজার ৯৫০ টাকা বলে জানায় বিজিবি।