শ্বশুর বাড়ি যাওয়ার পথে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

5

কোম্পানীগঞ্জ সংবাদদাতা

কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নে শ্বশুর বাড়ি যাওয়ার পথে নিম্বার আলী (৭০) নামের এক বৃদ্ধ পানিতে ডুবে মারা গেছেন। বুধবার সকাল ১০ টায় তার নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়ি পাশ্ববর্তী গ্রামের তেলিখাল বড় বাড়ী যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার ৩ নং তেলিখাল ইউনিয়নের তেলিখাল গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত নিম্বার আলী দৃষ্টি প্রতিবন্ধী ও বিভিন্ন বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। ২ দিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে গিয়ে ছিলেন। বুধবার তিনিও শ্বশুর বাড়ি উদ্দেশ্যে রওনা হন। রাস্তায় পানি ছিল, হেটে যাওয়ার সময় ভুলবশত গভীর পানিতে তলিয়ে গিয়ে মৃত্যুবরণ করেন তিনি।
সিলেট কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক শরিফ আহমেদ জানান, নিহতের লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল প্রেরণের প্রস্তুতি চলছে। পরিবারের অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।